ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের মনসুর গ্যালারীতে মহান স্বাধীনতা দিবস -২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহাবুব এলাহী রঞ্জু বীর প্রতীক। মুক্তিযোদ্ধার বিভিন্ন ঘটনার প্রবাহের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন ডাঃ মাহমুদর রহমান, চেয়ারম্যান, গভর্নিং বডি, ডিসিএমসি।আরো বক্তব্য প্রদান করেন ডাঃ ওমর শরীফ ইবনে হাসান, পরিচালক,হাসপাতাল ও ডাঃ এ,এম, আশরাফুল আনাম, উপাধ্যক্ষ, ডিসিএমসি। অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডাঃ এ,এস, এম মনিরুল আলম, অধ্যক্ষ, ডিসিএমসি। মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের শিক্ষকগণ , শিক্ষার্থীগণ ও কর্মকর্তা - কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলো।
On December 17th, Dhaka Community Medical College hosted a memorable event to honor the historic...
December 16, 2024